কলকাতা পুলিশের সার্জেন্ট সৌরভ সাহার উদ্যোগে ব্যাগ ফেরত পেলেন বাসযাত্রী

Social

নিউজ সোশ্যাল বার্তা : তাপস কুমার দাস পেশা রাজ্য সরকারি কর্মচারী । আজ ১৪ই অক্টোবর ৯টা নাগাদ হেঁড়িয়া থেকে দীঘা গামি বাসে ওঠেন কলকাতার উদ্দেশ্যে। বাসটির নম্বর ছিল WB19 G9198 ।

   বাসটি কোলাঘাটে আসার পর একটু চা পানের উদ্দেশ্যে সবাই যখন নামেন তাপস বাবুও নামেন । কিন্তু তাপস বাবু বাসে উঠার আগেই বাসটি ছেড়ে চলে যায় কলকাতার উদ্দেশ্যে। যখন তিনি জানতে পারেন বাসটি ছেড়ে চলে গেছে তখন তিনি দিশাহারা হয়ে পড়েন কারণ তার ওই ব্যাগের মধ্যে বিভিন্ন জিনিস — ক্যামেরা সহ বিভিন্ন রকম প্রয়োজনীয় সামগ্রী রয়েছে । তৎক্ষণাৎ ফোন করেন কলকাতা পুলিশের কন্ট্রোল রুম লালবাজারে। শুধুমাত্র বাসের নাম্বার বলতে পারেন। খবর যায় ময়দান থানায় ইন্সপেক্টর অরিজিৎ চট্টোপাধ্যায়ের কাছে । ময়দান থানার ডিউটিরত সার্জেন্ট সৌরভ সাহার কাছে ফোন করেন ইন্সপেক্টর অরিজিৎ চট্টোপাধ্যায় ।

একমাত্র বাসের নাম্বার !!! সৌরভ সাহা কালবিলম্ব না করে বাসের মালিকের নাম ও বাসের কন্টাকটারের নাম্বর জোগাড় করে ফেলেন টেকনিক্যাল টিমের সহায়তায়। মাত্র ১.৩০ ঘন্টার মধ্যে সার্জেন্ট সৌরভ সাহা ব্যাগটি উদ্ধার করেন। হাজার হাজার বাসের মধ্যে যেভাবে সূত্র ধরে ব্যাগটি উদ্ধার করলেন তা সত্যিই প্রশংসনীয় । নদীয়ার আড়ংঘাটায় বাড়ি এই কৃতি সন্তানের । ছোটবেলা থেকেই সৌরভ বাবু এলাকায় পরোপকারী বলেই পরিচিত। অসাধ্য সাধন করাই তার কাজ। আজ আবার প্রমাণ করে দিলেন তার কাজের মাধ্যম দিয়ে। এ প্রসঙ্গে ব্যগের মালিক তাপস কুমার দাস বলেন “সৌরভ সাহা কে অভিনন্দন এবং কলকাতা পুলিশের এই প্রচেষ্টা সত্যিই উল্লেখযোগ্য । পুলিশ অফিসার সার্জেন্ট সৌরভ সাহার বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে” ।

সৌরভ বাবুকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন- “এটা তেমন কিছু নয় আমি আমার ডিউটি করেছি মাত্র “।