বাচ্চাদের নতুন জামা ও হকারকে কাজে ফেরালো স্বেচ্ছাসেবী সংগঠন : মানবিক রানাঘাট

Social

নিউ সোশ্যাল বার্তা : কাকু, কাকু ও কাকু আমাদের নতুন জামা দেবে ? কথাগুলো কানের কাছে শোনা মাত্রই কেমন হতচকিত হয়ে পড়েন সুভাষ নাথ । নদীয়া জেলার হবিবপুরের বাসিন্দা রীমা দেবনাথ । স্বামী দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ওর সংসার। সংসারে নুন আনতে পান্তা ফুরায়।ওর স্বামী ট্রেনে লজেন্স হকারী করে।

(নতুন জামা পেয়ে খুব খুশি ।)

সংসার কে এগিয়ে নিয়ে যেতে ও নিজেও ট্রেনে হকারী করছে বেশ কিছুদিন ধরে।দুজনের যায় আয় তাতে সংসার চালিয়ে বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে পারেনি ওরা ।মানবিক রানাঘাটের সদস্যরা যখন অষ্টমীর রাতে রানাঘাট ষ্টেশনে খাবার দিচ্ছিল তখন বাচ্চা গুলো কেঁদে কেঁদে জানাল ওদের নতূন জামা হয়নি। সংস্থান অন্যতম সদস্য মাননীয় সুভাষ নাথ পরের দিন মানবিক রানাঘাটের অফিসে আসতে বলেন এবং ওদের হাতে নতূন জামা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে । এছাড়াও সংস্থাটি জানতে পারে অভাবের সংসারে হকারি করার যে পূজি তাও খরচ হয়ে গেছে ও কাজে বেরতে পারছেন না।
আজ ১৪ ই অক্টোবর সংস্থার পক্ষ থেকে ওর হাতে ওর ব্যাবসার জিনিষ তুলে দিয়েছে সংস্থাটি ওদের চাহিদা মত।