ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের উদ্যোগে
মলয় দে নদীয়া :-ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, বগুলা ইউনিটের উদ্যোগে কমিউনিটি কিচেন এর মাধ্যমে প্রত্যহ প্রায় এক হাজারের বেশি নিরন্ন ও কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে ।
গত ৯মে থেকে আগামী এক মাস পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে । সেই সঙ্গে করোনা যোদ্ধা যেমন ডাক্তারবাবু ,নার্সিং স্টাফ, টেকনিশিয়ান,গ্রুপ ডি ,সুইপার ,সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার, পুলিশকর্মীদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় সকলকে সুস্থ থাকার, সতর্ক বার্তা দেওয়া হয় । আহ্বান জানানো হয় সকলে একত্রিত হয়ে করোনা কে প্রতিহত করার । ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল জানান ” কর্মহীন মানুষের জন্য ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের ১০০ জন সদস্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন । বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন । কাজটি চালিয়ে যেতে প্রশাসনের ভূমিকা অপরিসীম । এই মহতী কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই! ।