হাসপাতালে ভর্তি থাকা মুমূর্ষু রোগীদের সাথে জন্মদিন কাটলো সৌম্যব্রতর

Social

মলয় দে,নদীয়া: নদীয়া জেলার শান্তিপুর ভূষণ দাস শিশু নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌম্যব্রত ঘোষের আজ ছিল দশমতম জন্মদিন।

প্রতিবছরই আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সহযোগীতার মধ্যে তার জন্মদিন পালিত হয়ে আসলেও, এবছর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগে ভর্তি থাকা ১৪৭ জন মুমূর্ষু রোগীকে ফল, মিষ্টি, ডিম, কেক সহ পরিবেশ সচেতনতার জন্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাগজের ব্যাগ তুলে দেওয়া হলো সৌম্যব্রতের পরিবারের পক্ষ থেকে।রীতিমত সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ পেলো সৌম্যব্রত। সৌম্যব্রতর মা সোমা ঘোষ রোগীদের যাতায়াতের জন্য হাসপাতাল সুপার জয়ন্ত বিশ্বাসের হাতে তুলে দেন একটি হুইল চেয়ার।

সৌম্যব্রতর বাবা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী সুব্রত ঘোষ জানান “জনপ্রতিনিধি হিসেবে সারাদিন মানুষের সাথে থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগতভাবেও সমাধান করা যায় বেশ কিছু বিষয়। শুধু সরকার সচেষ্ট হলেই হবেনা, আমাদেরও এগিয়ে আসতে হবে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে। আমাদের মত জনপ্রতিনিধি পরিবেশের বার্তা, মুমূর্ষু রোগীদের পাশে থাকার বার্তা, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সাথে থাকার বার্তা দিয়ে থাকি। কিন্তু নিজেরা যদি সেটা ব্যবহারিক জীবনে প্রয়োগ করি তাহলে আরও ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।”