শান্তিপুর থানা তৎপরতায় পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, এবং কোয়ারান্টাইন ভূক্তকরণ

Social

মলয় দে নদীয়া;-মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে কাজ করা পরিযায়ী শ্রমিকরা অধৈর্য হয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একটি লরি ভাড়া করে ফিরছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আজ শনিবার সকাল বেলা ১১ টা নাগাদ শান্তিপুর বাইপাসে নাকা চেকিং এর ফলে শান্তিপুর থানার এসআই বিকাশ হালদার কর্তব্যরত অবস্থায় দেখেন একটি লরিতে প্রায় ৭০জন।

জিজ্ঞাসা করার পরে জানতে পারেন ধৈর্যচ্যুতির ফলে তারা নিয়মবহির্ভূতভাবে মহারাষ্ট্র থেকে সোজা চলে এসেছেন নদীয়ায়। ওসি সুমন দাস কে খবর দেওয়ার পর তড়িঘড়ি তাদের নিয়ে ফুলিয়া ব্লক হাসপাতালে থার্মাল স্ক্রিনিং এর জন্য নিয়ে যাওয়া হয় । উল্লেখযোগ্য বিষয় এরমধ্যে শান্তিপুরের বাসিন্দা ৪৬ জন। তাই তাদের হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়। বাকিদের ফুলিয়া ব্লক ওয়ান টাইম সেন্টার কিষাণ মান্ডিতে রাখা হয়। প্রসঙ্গত উল্লেখ থাকে, গতকালও হায়দ্রাবাদ থেকে বেশিরভাগটা হেঁটে আগত ৮জন এরকম একটি দলকে নিজ দায়িত্বে কিছু খাবার ব্যবস্থা করে, ফুলিয়াতে ভর্তি করান।

Leave a Reply