সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে নদীয়ার বাগআঁচড়া রামকৃষ্ণ মিশনে কর্মসূচি

Social

মলয় দে নদীয়া :- ২৬ শে ডিসেম্বর রবিবার , শান্তিপুর শহর অন্তর্গত বাগ আঁচ রা রামকৃষ্ণ মিশনে পালিত হলো সারদা মায়ের জন্মতিথি । ১৮৫৩ সালের ২২ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই মহিয়সি সারদা মা যিনি ছিলেন রামকৃষ্ণের সহধর্মিণী । রামকৃষ্ণ পরম হংস দেবের সহধর্মিণী হিসাবে তিনি পরিচিত হলেও ধর্মীয় চিন্তা চেতনায় , তত্কালীন সমাজে মননশীল চিন্তার বিকাশে ও সামাজিক আত্ম প্রত্যয়ে যথেষ্ট উৎকৃষ্ট ও সুচারু এবং বিচক্ষণ চিন্তা ধারার প্রতিফলন ঘটিয়ে ছিলেন তিনি — ঐতিহাসিক তথ্যসূত্র ধরে এমনটাই পরিচয় পাওয়া যায় । তার বিভিন্ন বাণী গুলির মধ্যে একটি অন্যতম বাণী ছিল ” আমি সত্যের ও মা এবং অসত্যের ও মা ” । অর্থাৎ মা সবার জন্য, কু সন্তান হলেও কু মাতা হয় না এই কথা টি বিশেষ ভাবে প্রযোজ্য । অর্থাৎ সন্তানের প্রতি মায়ের স্নেহ মমতা মাতৃত্বের প্রকৃত পরিচয় — এমনটাই প্রকাশিত হয়েছে তার মন্তব্যের মাধ্যমে ।

যদিও আজ ২৬ শে ডিসেম্বর , কিন্তু সারদা মায়ের জন্ম দিনকে কেন্দ্র করেই তার জন্ম তিথি ধরে পালিত হলো বাগ আঁচ্ রা রামকৃষ্ণ সারদা আশ্রমে সারদা মায়ের জন্ম দিবস উদযাপন । ধর্মীয় অনুষ্ঠান , বিশেষ যজ্ঞ , নাম গান , প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে উক্ত অনুষ্ঠান পালিত হলো । এছাড়াও এখানে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে যেমন বিবেকানন্দের জন্মদিন , দুর্গা পূজা , সরস্বতী পূজা , গুরু পূর্ণিমা প্রভৃতি — এমনটাই জানালেন এই মিশনের মহারাজ ।

Leave a Reply