মলয় দে, নদীয়া :- এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন নদীয়া জেলার শান্তিপুর চড়কতলা ইয়াংস্টাফের পরিচালনায়। এদিনের মহৎ রক্তদান শিবির টি আয়োজন করে শান্তিপুর চড়কতলা ইয়ংস্টাফের সদস্যরা। সোমবারের এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন।
প্রত্যেক রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে সম্মানে সম্মানিত করা হয়। এ বিষয়ে ইয়ং স্টাফ এর পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনই যেভাবে রক্তের সংকট বাড়ছে তাতে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ, জেলার বিভিন্ন প্রান্তের রক্তের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত না পাওয়ায় অস্বস্তিতে পড়ছে সাধারণ মানুষ সেই কারণেই তাদের এই মহৎ রক্তদান শিবিরের আয়োজন। পাশাপাশি তারা এও জানান সমাজের প্রত্যেক সমাজসেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব প্রত্যেকে যেন একটি করে রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে আগামী দিনে রক্তের সংকট অনেকটাই খুঁজবে বলে জানান তারা,।
রক্তদাতারা জানান পাড়ায় কেউ অসুস্থ হলে যখন এসে রক্ত চায়, আমাদের হৃষ্টপুষ্ট চেহারা থাকা সত্ত্বেও অন্য কারোর কাছে রক্ত চাইতে লজ্জা লাগে। তাই রক্তদানের মাধ্যমে কার্ড সঞ্চয়ের সিদ্ধান্ত।