নিউজ সোশ্যাল বার্তা: গতকাল থেকে করোনা ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণ কে অনুরোধ করা হয়েছে খুব বিপদ ছাড়া বাড়ি থেকে বের না হতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক সহ একাধিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার আবেদন জানিয়েছেন ।
লক ডাউন এর নিয়ম অনুযায়ী কিছু অত্যাবশ্যকীয় পণ্যে ,এমনকি রেশনের দোকান ও খোলা রয়েছে। ফলে দোকান খুলতেই বাজারে ভীড় উপচে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না ।
মানুষের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন হল ।
গতকাল এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এলাকায় মাইক দিয়ে সচেতনতা মূলক প্রচার করা হয় । আজ ধুবুলিয়া রেলবাজার এর রেশন দোকানের ক্রেতাদের মধ্যে নিদিষ্ট দূরত্ব বজায় রাখতে চুন দিয়ে রাস্তার উপরে বৃত্ত বা চারকোনা করে সুরক্ষারেখা এঁকে দেয় সংগঠনের সদস্যরা । সামনের দিক থেকে যখন একজনের রেশন নেওয়া শেষ হচ্ছে এগিয়ে যাচ্ছেন তার পিছনের খরিদ্দার।
মুদি দোকান, ওষুধের দোকান, সব্জির দোকানেও মানুষ হাজির হচ্ছেন কিছুটা খাদ্য মজুত করে রাখার জন্য ।
কিন্তু এত দোকান ? তাদের পক্ষে কি সম্ভব ?
এ প্রসঙ্গে সংগঠনের কর্ণধার লক্ষন ব্রম্য বলেন ” আজ আমরা ধুবুলিয়ার রেলবাজার এলাকার রেশন দোকান, মুদি দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মোট ৩৫টি জায়গায় সামাজিক সুরক্ষার জন্য এই কাজ করলাম । সাধারণ মানুষের কাছে আবেদন তাদের নিজ নিজ এলাকায় এরকম করেন তাহলে সামাজিক দূরত্বটা কিছুটা কমানো গেলে সংক্রমণ কম ঘটবে” ।
সংগঠনের অন্যতম সদস্য বাবুলাল দেবনাথ ও পলাশ বিশ্বাস বলেন এখন আমরা ধুবুলিয়া রেলবাজার শেষ করলাম এবার বাংলাবাজারের এলাকার বিভিন্ন দোকানগুলি ‘র কাজ রাতের মধ্যেই শেষ করব । সবাই কে এগিয়ে আসার আহ্বান জানান । সংগঠনের এই ভূমিকায় খুশি এলাকার জনসাধারণ ।