বিশ্ব মাতৃদিবসে দুঃস্থ কচিকাচাদের মুখে হাসি ফোঁটালেন কৃষ্ণনগরের দম্পতি

Social

১০ই মে রবিবার ছিলো বিশ্ব মাতৃদিবস।ভারত সহ পৃথিবীর বেশীরভাগ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার মায়েদের সম্মানে পালন করা হয় বিশ্বমাতৃ দিবস। এ বছরও তার ব্যতিক্রম হয়নি । প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ হলো মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। যদিও মায়ের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন।

গতকাল ১০ই মে রবিবার পালন করা হয়েছে এই দিনটি। যদিও লকডাউনের দরুণ মাতৃদিবস ঘরে বসেই পালন করতে হয়েছে মায়েদের সন্তানদের।এই সংকট জনক পরিস্থিতিতে বাড়ী থেকে বেরিয়ে কালকের এই বিশেষ দিনটিকে একটু অন্যভাবে পালন করলেন কৃষ্ণনগর শক্তিনগরের এক সহৃদয় দম্পতি শিউলি সাহা এবং অভিজিৎ ঘোষ। কৃষ্ণনগরের খুব কাছেই হাজারীপোতা গ্রামের দুঃস্থ কচিকাচাদের মুখে হাসি ফোঁটাতে তাঁরা ব্যাবস্থা করলেন দুপুরে মাংস ভাত খাওয়ানোর।

মা বাবা এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। আনন্দধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে প্রায় একশোর উপরে দুঃস্থ শিশুদের বসিয়ে খাওয়ালেন মাংস ভাত।নিজে হাতে পরিবেশনও করলেন।

আনন্দধারার সম্পাদক শ্রী রাজু পাত্র বলেন,” লক ডাউনে শিশুগুলো ভালো করে খেতে পাচ্ছেনা। ওরা তো লকডাউন কি, করোনা কি, এসব বোঝেনা। সব বাবা মায়েরা চান তাঁদের সন্তানকে ভালো খাওয়াতে, কিন্তু এখন কাজ হারিয়ে তাঁরা অসহায়। এইভাবে সহৃদয় মানুষ এগিয়ে এলে শিশুগুলো একটু আনন্দের সাথে জীবন কাটাতে পারবে,সাথে পাবে পুষ্টিকর খাবার।”

Leave a Reply