মলয় দে নদীয়া:- ২১ বছর আগের একসঙ্গে টিউশন পড়তে যাওয়া খেলতে যাওয়া ক্লাসে খুনসুটি করা বন্ধুদের পেশার টানে বিভিন্ন কাজে হারিয়ে যায় । সোশ্যাল মিডিয়ার দৌলতে ধীরে ধীরে আবার সকলে একত্রিত হোয়াটসঅ্যাপ গ্রুপে। সামাজিক নানান কাজের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও, পেশার চাপের সারাদিনের ক্লান্তিতে খুব বেশি একটা সুযোগ মিলতো না।
কিন্তু লকডাউনে গৃহবন্দি হওয়ার জেরে সকলেরই পর্যাপ্ত সময়, এ সুযোগ আর হাত ছাড়া করতে রাজি নন “নস্টালজিক ৯৯”। দু’একজন অবশ্য স্থায়ী বাসিন্দা হয়েছেন রাজ্যের বাইরে। তবুও বন্ধুত্বের টানে তাদের সহযোগিতা মিলেছে শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে আজকের তান্ত্রিকদের সহযোগিতার এই মহৎ কাজে।
বিগত দুটি পর্যায়ে প্রায় ২৫০ জন কর্মহীন প্রান্তিক মানুষের কাছে পৌঁছালো বন্ধুত্বের ভালোবাসা সহ সহযোগিতার হাত। আজ ৭০জন ভালবাসার পরশ। আগামীতেও এভাবেই পাশে থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন সকলে।