রানাঘাট পৌরসভার উদ্যোগে উড়িয়া রান্নার ঠাকুরেরা পৌঁছালেন ওড়িশার নিজধামে

Social

মলয় দে নদীয়া :- লক ডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ওড়িশা পাড়ি দিলেন রানাঘাটের ১৮ জন হালুইকর।লকডাউনের পর থেকেই বন্ধ সামাজিক অনুষ্ঠান, যার ফলে কর্মহীন হয়ে পড়েছিল রানাঘাটের হালুইকররা।

হাতে অর্থ না থাকায় বিচলিত হয়ে পড়েছিলেন রান্নার কাজের কারবারিরা।দীর্ঘদিনের লকডাউনে আরো হতাশায় ভুগছিলেন তাঁরা, স্বভাবিক কারণেই আত্মীয় পরিজনদের জন্য উদ্বেগ হয়ে পরে এই সমস্ত হালুইকররা।

রানাঘাট পুরসভার পুরপ্রধানের পরামর্শে মন্টু ,ভজুরা রানাঘাট মহকুমা প্রশাসন ও নদীয়া জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন দেশে যাওয়ার জন্য। অবশেষে শনিবার সন্ধ্যায় রানাঘাট থেকে লাক্সরী বাসে ১৮জন হালুইকর পাড়ি দেন ওড়িশার ভদ্রকের উদ্দেশ্যে।

হালুইকদের রওনা দেওয়ার সময় তাঁদের হাতে ড্রাই ফুড ও জল তুলে দেন রানাঘাট পুরসভার পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়।

Leave a Reply