মলয় দে নদীয়া:- নদীয়া জেলা পরিষদের উদ্যোগে, 2020-2021 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের সহায়তায় আর্সেনিক, আয়রন ও ব্যাকটেরিয়া মুক্ত “সজল ধারা” পানীয় জলের প্রকল্প নির্মিত হলো,নদীয়ার পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জগপুর কালিতলা প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে।
সৌর বিদ্যুৎ চালিত এই সজল ধারা প্রকল্পের মাধ্যমে পানীয় জল পাবে স্থানীয় এলাকার মানুষেরা। জেলা পরিষদের সহ-সভাধিপতি দীপক বসু বলেন, এই স্থানটি অত্যান্ত আর্সেনিক-প্রবণ এলাকা ফলে এই এলাকার বিদ্যালয় পড়ুয়ারা এবং নাগরিকদের পরিস্রুত পানীয় জল প্রদানের জন্য অকুস্থলে সজল ধারা প্রকল্প রূপায়িত হয়েছে।