সান্তাক্লজ’কে সাথে নিয়ে ইঁটভাটার শিশুদের মুখে হাসি ফোঁটাল ইচ্ছে পরিবার

Social

মলয় দে, নদীয়া :-শুভ বড়দি‌নে অ‌ভিনব উদ্য‌োগ ইচ্ছে প‌রিবা‌রে’র। প্র‌তিবছ‌রের ন্যায় গতকাল ২৫শে ডি‌সেম্বর উপল‌ক্ষে দু:স্থ শিশু সহ পথচারী, ইঁটভাটার শিশু‌দের এবং বি‌ভিন্ন পথের পাশে অস্থায়ী দোকানদারদের সান্তার হাত দি‌য়ে সামর্থ্য ম‌তো উপহার তু‌লে দিলো সংগঠনের সদস্যরা। শুধু উপহার নয়, বড়‌দি‌নের কেক, ‌বেলুন, চক‌লেট ইত্যা‌দি খাদ্যদ্রব্যও প্রদা‌নের মাধ‌্য‌মে ক‌চি কাচা‌দের ম‌ু‌খে হা‌সি ফোটা‌নো অ‌ভিনব প্রয়াস দেখা গেল।

এছাড়াও শীতবস্ত্র বিতরন সহ ক‌চিকাঁচা‌দের ‌বি‌ভিন্ন মাধ্য‌মে মজা ক‌রে দিন‌টি উদযাপন করতে দেখা গেল তাদের। এছাড়া ক‌রোনা’র কথা মাথায় রে‌খে ক‌ঁচিকাচা থে‌কে শুরু ক‌রে পথচারী সক‌লের হা‌তে উপহার সামগ্রীর সা‌থে সা‌থে মাস্ক ও সাবান ও তু‌লে দেওয়া হয়। রাস্তা চলাচল মানুষজ‌নের ম‌ধ্যে উদ্দীপনা ছিল চো‌খে পড়ার ম‌তন, অ‌নে‌কে ছু‌টে এসে সান্তার সা‌থে সেল‌ফি পর্যন্ত তুল‌তে শুরু ক‌রে ‌দেয়।  উল্লেখ্য থা‌কে বি‌ভিন্ন পিক‌নিক স্প‌টে গি‌য়ে সান্তার মাধ্য‌মে উপহার সহ ক‌রোনা প্রকটে নি‌জে‌দের সুর‌ক্ষিত রাখ‌তে মাস্ক প্রদানও করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আর পাঁচটা সাধারণ শিশুর মুখে হাসি ফোটাতে চেষ্টা করে তার পরিবার কিন্তু ইটভাটায় স্বল্প উপার্জনে তা সম্ভব হয় না বিশেষত এবছর করোনা পরিস্থিতিতে পারিবারিক পরিস্থিতি হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর, তাই ইঁটভাটায় বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply