মদের দোকান বন্ধ রেখে কৃষক-শ্রমিকদের কাজের জন্য ডেপুটেশনে এস ইউ সি আই

Social

দেবু সিংহ ,মালদা  : বৃহস্পতিবার দুপুর ৩ টায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর -১ ব্লকের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে দলের নেতা ও কর্মীরা গায়ে তাদের দাবিদাওয়ার প্লেকার্ড লাগিয়ে হাজির হন ! অবশেষে তাদের দাবিপত্রের একটি স্মারকলিপিও বিডিওর হাতে তুলে দেন ! এই লক ডাউনে মদের দোকানগুলি বন্ধ রেখে শ্রমিকদের ২০০ দিনের কাজের ব্যবস্থা , কৃষিঋণ মুকুব, কার্ডহীন সহ সকলকে রেশন সামগ্রী সমানভাবে দেওয়ার দাবিতে বিডিওর নিকট ডেপুটেশন দিলো বামপন্থী সংগঠন এস ইউ সি আই !

এদিন ডেপুটেশন চলাকালীন দলের হরিশ্চন্দ্রপুর লোকাল কমিটির সম্পাদক উজ্জ্বলেন্দু সরকার জানান ,”এই লক ডাউনে এলাকায় কাজকর্ম বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা! এছাড়াও এলাকার চাষীরা ! অথচ রাজ্য সরকার শ্রমিকদের রোজগারের পথ না দেখিয়ে এলাকায় মদের দোকানগুলি খুলে আরোও মানুষদেরকে বিপদে ফেলেছেন ! তাই আমরা মদের দোকান বন্ধ রাখার পাশাপাশি শ্রমিকদের ২০০ দিনের কাজ সুনিশ্চিত করতে , কৃষকদের কৃষিঋণ মুকুব , কার্ডধারী ও কার্ডহীনদেরও রেশনসামগ্রী দেওয়া সহ চারদফা দাবি জানিয়ে বিডিওর নিকট ডেপুটেশন ! তবে প্রশাসনের পক্ষে দাবির বিষয়গুলি বিবেচনার সঙ্গে দেখা হবে বলে আশ্বাস মিললে আমরা ঘন্টাখানেকের মধ্যে ডেপুটেশন তুলে নিই”!

যদিও হরিশ্চন্দ্রপুর -১ ব্লকের বিডিও অনির্বান বসু এ প্রসঙ্গে জানান ,”এদিনের ডেপুটেশনের দাবিদাওয়ার বিষয়গুলির মধ্যে রেশনের বিষয়টি ব্লকপ্রশাসনের তরফে দেখা হচ্ছে ! আমরাও চাই এই লক ডাউনে যাতে সবাই রেশন সামগ্রী পায় ! তাছাড়া মদের দোকান বন্ধ ,কৃষিঋণ মুকুব এ সব বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ! তাঁরাই বিষয়টি দেখবেন !এটি ব্লক প্রশাসনের এক্তিয়ারে নেই “

Leave a Reply