সিপিআইএম এর ডেপুটেশান ও মৌন মিছিল

Social

মলয় দে নদীয়া :-জেলাজুড়ে বিভিন্ন রেশন ডিলারদের কাছে ডেপুটেশন , মৌন প্রতিবাদ, পৌরসভায় ডেপুটেশন লক্ষ্য করা যাচ্ছে সিপিআইএম দলের পক্ষ থেকে। গতকাল রানাঘাটে এরকমই এক মৌন মিছিল দেখা গেল, শান্তিপুরে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ দাবি জানিয়ে আবেদন করলেন শান্তিপুর পৌরসভা কে।

তাদের দাবি, দেশজুড়ে করোনাভাইরাস এর সংক্রমণের পরিস্থিতিতে যে লকডাউন চলছে তারই পরিপ্রেক্ষিতে শান্তিপুর পৌরসভা এলাকার অধিকাংশ মানুষ অসমর্থিত শ্রমিক তারা সকলেই কাজ হারিয়েছেন এই সংকট ময় পরিস্থিতিতে। তাদের জন্য শান্তিপুর পৌরসভা এলাকার প্রতিটা পরিবারকে বিনামূল্যে ৩৫ কেজি করে চাল গম ও অন্যান্য খাদ্য সামগ্রী দিতে হবে।

তাঁতি রাজমিস্ত্রি দিনমজুর সহ অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহযোগিতা করতে হবে ৫০০০ টাকা করে। এছাড়াও রেশন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি পরিবারকে মাস্ক  স্যানিটাইজার ও সাবান দিতে হবে। এ বিষয়ে সম্পাদক সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি ও কাউন্সিলর সৌমেন মাহাতো জানান, আজকে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি চলছে, আমরা কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। যাতে এই সংক্রমণ ঠেকাতে সরকার যাতে যথাযথ ব্যবস্থা নেয়।

তবে একাংশের মত অনুযায়ী কিছু শাখার দু-একটি জায়গায় প্রান্তিক মানুষদের সহযোগিতা দেখা গেলেও চিঠি চাপাটি ডেপুটেশনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দল।সরাসরি প্রান্তিক মানুষদের সহযোগিতা জন্য কেন্দ্রীয় বা রাজ্য কমিটির তৎপরতা খুব একটা চোখে পড়ছে না।

Leave a Reply