দেবু সিংহ ,মালদা : মহামারী করোনা পরিস্থিতিতে মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের প্রতিটি সরকারি দপ্তরে স্যানিটাইজ করার উদ্যোগ নিলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সফিকুল ইসলাম ।
গতকাল স্যানিটাইজ করা হয় কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গি টোলা গ্রামীণ হাসপাতাল, দুটি ব্যাংক ৬ টি সি এস পি(গ্রাহক সেবা কেন্দ্র) এবং কাশিমবাজার এর সমস্ত এলাকা।
তাছাড়া পার্শ্ববর্তী এলাকার দোকান ঘাট , প্রতিটি মার্কেট সানিটাইজ করা হয়।