শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা বাড়ি বাড়ি দিচ্ছে খাদ্য সামগ্রী

Social

নিউজ সোশ্যাল বার্তা :  সারা দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লক ডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষজন । বর্তমান করোনা  পরিস্থিতিতে অনেক মানুষ পেশা বদল করতে বাধ্য হয়েছেন ।

এবারে  দিন আনা দিন খাওয়া মানুষের সাহায্যে এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা ।

গত ৫ই মে শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় ও সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে বিদ্যালয়ের দত্তকগ্রাম ধুবুলিয়া বিবেকানন্দ পল্লী ছাড়াও শরৎ পল্লী রেলবাজারের ৩৫ টি সাধারণ পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী ও ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিল খাতা ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও সাধ্যমত আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  । এ প্রসঙ্গে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার বলেন ” করোনা মোকাবেলায় সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। আমাদের এলাকার অনেক মানুষ আছেন কেউবা হকার কেউ বা রংমিস্ত্রি ও রাজ মিস্ত্রি । বর্তমানে ট্রেন, বাস বন্ধ এমন কি নির্মাণ কাজ বন্ধ রয়েছে । ফলে এইসব মানুষের সাহায্যের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ । আগামীতে আরও পরিকল্পনা করব সাধারণ মানুষের জন্য  ।”

বিদ্যালয়ের অন্যতম শিক্ষক নন্দদুলাল ঘটক বলেন “এই বিপদের দিনে সরকারের পাশাপাশি আমরাই তো প্রান্তিক মানুষদের বড় ভরসা । ওনারা মনে মনে আমাদের কাছে বিপদের দিনে অনেক আশা করেন কিন্তু বলতে পারেন না, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করেছি । পরিকল্পনাটি করার জন্য এনএস এস এর প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায়কে ধন্যবাদ জানাই ।”

Leave a Reply