মদন মাইতি, দীঘাঃ প্রবল জলোচ্ছ্বাসের ফলে দিঘা থেকে ১০ কিমি দূরে উল্টে গেলো ট্রলার। সৃজা নামের একটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। অল্পের জন্য প্রান বাঁচলো ট্রলারে থাকা মৎস্যজীবীদের।
কৌশিকী অমাবস্যায় প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘা। মঙ্গলবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাস এতটাই বেশি ছিল যে, সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তায় চলে আসে। সমুদ্রের জলে প্লাবিত হয়ে যায় দিঘা বাজারও। উপকূলবর্তী অনেক গ্রামেও জল ঢুকে গিয়েছে। এরই মধ্যে প্রবল জলোচ্ছ্বাসের ফলে দিঘা সমুদ্রে উল্টে গিয়েছে মৎস্যজীবীদের একটি ট্রলার।
প্রশাসন সূত্রের খবর, প্রবল জলোচ্ছ্বাসে অনেক উঁচু পর্যন্ত ঢেউ উঠছে। এক-একটি ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট পর্যন্ত উঠেছে। তার ফলেই মৎস্যজীবীদের একটি ট্রলার উল্টে যায়। ট্রলার থেকে ঝাপ দেন মৎস্যজীবীরা। দীঘা সমুদ্র উপকূলে থাকা সিভিল ডিফেন্সের কর্মী এবং নুলিয়ারা সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ওই ট্রলার উল্টে যাওয়ার ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা সমুদ্রে নেমে ওই মৎস্যজীবীদের উদ্ধার করেন। মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দিঘার হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মৎস্যজীবীদের নাম প্রশান্ত সর্দার, উষা খাঁ, ভক্ত বিশ্বাস,স্বপন বিশ্বাস।
যদিও আজ থেকে আগামী দু-তিনদিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছিল প্রশাসন। তারপরেও কীভাবে মৎস্যজীবীরা প্রশাসনের নির্দেশকে অমান্য করে মৎস্যজীবীরা ট্রলার নিয়ে দিঘা সমুদ্রে পাড়ি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।