জাতীয় স্তরে প্রযুক্তিগত পরীক্ষায় সাফল্য নদীয়ার মহিলা কারিগরের

Social

মলয় দে নদীয়া :-কারিগরি পড়াশোনার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা থাকে কম। কিন্তু সেরার শিরোপা মিললো সেই মহিলা কারিগরেরই।

জাতীয় আই টি আই পরীক্ষার মঞ্চে এবার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল নদীয়ার চাকদহের জিআরএস প্রাইভেট আইটিআই কলেজ অর্থাৎ জিআরএস এডুকেশনাল ট্রাস্ট কলেজের কৃতি ছাত্রী সায়নী নন্দী। সায়নীর বিষয় ছিল আরলি চাইল্ডহুড।

এই বিষয়ে সায়নী নন্দী তার এই কৃতিত্বের পেছনে তার কলেজ এবং তার ইন্সট্রাক্টর এর ভূমিকার কথা তুলে ধরলো। জাতীয় স্তরে রাজ্যের মধ্যে প্রথম হওয়ায় যথেষ্ট খুশি এবং তার কলেজের জন্য সে গর্বিত বলে জানালো সায়নী। কলেজ কর্তৃপক্ষ অন্যান্য ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সায়নীকেও বিশেষ সংবর্ধনা দেবে বলে জানালেন কলেজের অধ্যাপক।

Leave a Reply