দেবু সিংহ,মালদা : লকডাউনের মধ্যে অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যয়। টানা ২১ দিনের লকডাউনে বর্তমানে ঘরবন্দি আমজনতা। চাকরিজীবীদের কথা বাদ দিলে যারা দিনমজুর, অসহায় এই লক ডাউনে চরম সমস্যায় পড়েছেন। দুবেলা খাবার জুটানো দায় হয়ে পড়েছে তাদের। এমত অবস্থায় সেই সকল অসহায় দিনমজুরদের পাশে দাঁড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
মূলত ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই রবিবার পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৬০টি পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হল। চাল, আলু, ডাল পাশাপাশি শুকনো খাবারও তুলে দেওয়া হয় এই সকল অসহায় দিনমজুর পরিবার গুলির হাতে। স্বভাবতই এই প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ বর্তমান পরিস্থিতির তাদের পাশে দাঁড়ানোর জন্য সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক পলাশ পাল, ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অপু দাস দীপঙ্কর সিংহ সহ অন্যান্যরা ।