অশোকনগর কল্যাণগড় ভাষা সংস্কৃতি স্বাধীকার মঞ্চের উদ্যোগে নববর্ষ উদযাপন

Social

অশোকনগর কল্যাণগড় ভাষা সংস্কৃতি স্বাধীকার মঞ্চের উদ্যোগে ১লা বৈশাখ সকাল বেলায় বাঙ্গালীর সংস্কৃতির গুরুত্বপূর্ণ উৎসব নববর্ষ উপলক্ষে অশোকনগর- কল্যাণগড় পৌরসভা প্রাঙ্গণে বাঙ্গালী মনীষী রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও বিধান চন্দ্র রায় এর মূর্তিতে মাল্যদান করা হয় ।

এরপর সেখান থেকে সুসজ্জিত প্রভাত ফেরি বাংলা ভাষা রক্ষার দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে কচুয়া মোড়ে পৌঁছায় । সেখানে মাতঙ্গিনী হাজরা, বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করা হয় । মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন সাহিত্যিক প্রসেনজিৎ মল্লিক, ডাক্তার সুজন সেন, ভাষা সংস্কৃতি স্বাধীকার মঞ্চের সম্পাদক হরিদাস কর, ডঃ সুহাস ভট্টাচার্য, সমাজসেবী মলয় ব্যানার্জি ও বিভাস ভট্টাচার্য মহাশয় এবং এছাড়া উপস্থিত বিশিষ্টজনেরা মনীষীদের মূর্তিতে পুষ্প প্রদান করেন । তারপর কচুয়া মোড়ে মিলন সংঘ ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রসাদ দাশগুপ্তের নির্দেশনায় সুরশ্রী শিক্ষা কেন্দ্রের শিশু শিল্পীরা । এরপর বাংলা নববর্ষের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মনীষী মোহন নন্দী মহাশয় । তিনি বলেন বাংলা নববর্ষ শুধুমাত্র কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় । আজকে বাংলার সংস্কৃতি নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে । বাংলার সংস্কৃতি রক্ষার জন্য সরকারেও কিছু দায়িত্ব আছে কিন্তু তা ঠিকমতো পালন করা হচ্ছে না । তিনি এও বলেন নববর্ষ মানেই শুধুমাত্র গণেশ পুজো নয় । হালখাতা কথাটি কোথা থেকে এসেছে এবং কেনো বাংলা ক্যালেন্ডার বৈশাখ মাস থেকে শুরু হয়েছে তা তিনি বিস্তারিতভাবে বক্তব্যে উল্লেখ করেন । অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ বক্তব্যে বলেন বাংলা ভাষা এবং বাংলার যে নিজস্ব সংস্কৃতি তা ভুললে চলবে না । বাংলার সংস্কৃতিতে প্রতিটি উৎসবই হয় সম্প্রীতিমূলক । নিজের মাতৃভাষা ও সংস্কৃতিকে রক্ষা করে তবেই অন্য ভাষা ও সংস্কৃতিকে গ্রহণ করা উচিত । এরপর শিশু শিল্পী অনুষ্কা পাল ও নাজমিন পারভীন আবৃত্তি পরিবেশন করে এবং সবশেষে প্রসিদ্ধ লোকসংগীতশিল্পী অশোক পাল সঙ্গীত পরিবেশন করেন । সমগ্র অনুষ্ঠানটি কথা ও গানের মধ্য দিয়ে সুন্দরভাবে সঞ্চালনা করেন অধ্যাপিকা ঋতুপর্ণা চ্যাটার্জী । অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ।

Leave a Reply