স্বেচ্ছাসেবী সংগঠন “উড়ানের” সদস্যরা রুখে দিল বাল্যবিবাহ

Social

মলয় দে, নদীয়া: নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১নং পঞ্চায়েতের অধীনে নতুন পড়ার সুকুমার বিশ্বাসের পুত্র কিষাণ বিশ্বাস বয়স ২২ বছর হলেও, তার নিজস্ব পছন্দের ভালোবাসার পাত্রী দক্ষিণ ২৪ পরগনা বকখালি অঞ্চলের অনিমা বর্মন পিতা গোপাল বর্মন ১৭বছর বয়স্কা কে নিয়ে আসে তার বাড়িতে।

আজ অর্থাৎ ১৩ অক্টোবর বিয়ের দিন স্থির হয়। সমস্ত কেনাকাটা, আত্মীয়-স্বজন নিমন্ত্রণ এমনকি প্যান্ডেল পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। এমত অবস্থায় গোপন সূত্রে শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা উড়ান সংবাদ পায় বাল্য বিবাহের কথা।

তারা কালবিলম্ব না করে মহিলা সদস্যাদের উপস্থিতিতে শান্তিপুর থানার ফুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মী’, ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য গণেশ রায় কে সাথে নিয়ে উপস্থিত হন পাত্র কিষাণ বিশ্বাসের বাড়ি।সেচ্ছাসেবী সংগঠনের সদস্যারা তাদের বোঝাতে সমর্থ হন ,নানা বাক্যালাপ, কথা কথান্তরে পর সকলে সিদ্ধান্ত নেন এবং লিখিত প্রতিশ্রুতি আদায় হয় পাত্রীর ১৯ বছর বয়স না হওয়া পর্যন্ত এই বিবাহ স্থগিত থাকবে। যথারীতি সেই বার্তা পৌঁছে দেয়া হয় পাত্রী পক্ষের কাছেও। বিষয়টি পাত্রীপক্ষও শেষ অবধি মেনে নেয় । বাল্যবিবাহ রোধে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা সত্যিই প্রশংসনীয় ।