গতকাল শনিবার বিকেল ৪ টের সময় ট্রেনে কাটা পড়ে একটা কুকুরের ৩টে পা কাটা গেছে। ৪টে থেকে ৯টা পর্যন্ত স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে পড়ে ছিল কুকুরটি। রাত ৯টার সময় ধুবুলিয়া শরৎপল্লীর এক যুবক ফোনে জানায় স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশনের অন্যতম সদস্য লক্ষণ ব্রহ্মের কাছে। লক্ষণ ব্রহ্মের অভিযোগ “যখন আমরা কুকুরটার প্রাথমিক চিকিৎসা শুরু করি তখন অনেকেই হাসাহাসি শুরু করছিল। এমনকি ফার্মেসিতে যখন কুকুরটির জন্য ওষুধ আনতে গেলাম তখন এমন কথা শুনতে হয় পা যখন কেটে গেছে ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। যাঁরা এমন ধরনের মন্তব্য করেছেন তাঁদের বাড়ির কারও যদি এমন অবস্থা হয় তাঁরা কি মানতে পারবেন”?
প্রায় ২ ঘণ্টা ধরে প্রাথমিক চিকিৎসা করার পর ওষুধ খাওয়ানো হয় এখন কুকুরটা অনেকটাই সুস্থ ।আজ ভেটেনারি সংস্থার ডাক্তারবাবুরা কুকুর চিকিৎসা করবেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা সংস্থাটির পক্ষ থেকে করা হয়েছে । মানুষ কেন ভুলে যায় একটা মানুষের পৃথিবীতে বাঁচার অধিকার যতটা একটা পশুর ও ততটাই। সংস্থাটির মানবিক মুখ সত্যিই প্রশংসনীয় এর আগেও সংস্থাটি একটি ষাঁড় ও একজন ভবঘুরে মহিলার চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলেছিল।