রেশন কার্ড নেই ? রেশন দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন

Social

নিউজ সোশ্যাল বার্তা : করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার সারা ভারতে লকডাউন ঘোষণা করেছেন এবং জনগণের কথা ভেবে উভয় সরকার ই রেশনের ব্যবস্থা করেছেন। কিন্তু আমাদের দেশে এখনো এমন অনেক মানুষ আছেন যারা সামাজিক ও আর্থিক ভাবেও অনেক পিছিয়ে কিন্তু যাদের রেশন কার্ড নেই ?

ঠিক এই প্রশ্নের জবাব দিতেই নদীয়া জেলার সেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন এর চাকদহের বিষ্ণুপুর_শাখার_উদ্যোগে রেশন কার্ড নেই এমন মানুষদের জন্য একটা বিনা পয়সার দোকান খোলা হয়েছে । সেখান থেকে তারা সম্পূর্ণ বিনামূল্যে রেশন (চাল-৪কেজি,ডাল-৩০০গ্রাম,নুন-৫০০গ্রাম, আলু-২কেজি ,মুড়ি-১প্যাকেট,সাবান-১টা) সংগ্রহ করতে পারবেন। আর এই দোকান ও ক্রেতা সকলের  সামাজিক দূরত্ব বজায় রাখার সম্পুর্ন দায়িত্ব নেটের সংগঠনের সদস্যরা ।

সংগঠনের বিষ্ণুপুরের পরিচালক পল্লব  বিশ্বাস বলেন “সকলের কাছে অনুরোধ যাদের বাড়িতে খাদ্য মজুত আছে তারা অকারনে বাইরে বের হবেন না । সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন “।

Leave a Reply