মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থ প্রদান বনগাঁ পুলিশের

Social

নিউজ সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ আটকাতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন । সাধারণ মানুষকে ঘরে রাখতে পুলিশকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে । সাধারণ মানুষের মধ্যে গান শুনিয়ে কখনও বা মাইকের মাধ্যমে প্রচার করে দেওয়া হচ্ছে সচেতনতার পাঠ ।

রক্তশূন্য ব্লাড ব্যাংক গুলোতে রক্তশূন্যতা মেটাতে থানায় থানায় করছে রক্তদান শিবির ।

এবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ জেলা পুলিশের সমস্ত কর্মচারীগণ আরক্ষাধ্যক্ষ থেকে সমস্ত কনস্টেবল গন সহ পুলিশ অফিসে অসাধারণ কর্মচারীগণ করোনার বিরুদ্ধে যুদ্ধে মাঠে নেমে অগ্রণী ভূমিকা গ্রহণ করার পাশাপাশি প্রত্যেক কর্মচারীগণ নিজের একদিনের মাসিক বেতনের সমপরিমাণ অর্থ পশ্চিমবঙ্গ সরকারের করোনা ত্রাণ তহবিলে দান করলেন।

দানকৃত অর্থ মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক আজ বনগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সহ আরক্ষাধ্যক্ষ, সদর সহ অন্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয় ।

পুলিশ সমাজের বন্ধু । বনগাঁ পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে , পারস্পারিক দূরত্ব এর সাথে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। বনগাঁও জেলা পুলিশ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে ।

Leave a Reply