দেবু সিংহ,মালদা: সাপে কামড়ালে আতঙ্কিত হবেন না, নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান তা নিয়েই মূলত এক সচেতনতা শিবির এর আয়োজন করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়।
রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায় বটগাছের নিচে সচেতনতা শিবিরের আয়োজন করেন সর্প প্রেমী নিতাই হালদার। তিনি জানান সাপে কামড়ানো নিয়ে মানুষ এখনো সচেতন নয়, সাপে কামড়ালে চিকিৎসকের কাছে না গিয়ে ওঝা,গুনির কাছে যান অনেকে। এর ফলে মৃত্যু হয় মানুষের। তাই সাধারণ মানুষকে সাপে কামড়ানো নিয়ে সচেতন করতে এই সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছে।
নিতাই হালদার আরও জানান “সাপে কামড়ালেই মানুষকে হাসপাতালমুখী করতেই এই উদ্যোগ।