নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় জেসিপি লাগিয়ে লোহার বাঙ্কার তোলার কাজ বিএসএফের উদ্যোগে

Social

মলয় দে নদীয়া:-সকাল থেকেই নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় জেসিপি লাগিয়ে লোহার বাঙ্কার তোলার কাজ চলছে বিএসএফের উদ্যোগে। বিশাল বড় বড় লোহার বাংকার তোলার জন্য পুরো এলাকা বিএসএফ ঘিরে রেখেছে। তবে আরও কোনো বানকার লুকোনো আছে কিনা তার জন্যও তল্লাশি চালায় বিএসএফ। প্রসঙ্গত গতকাল গোপন সূত্রে খবর পেয়েই বিএসএফ আধিকারিকরা এই তিন তিনটি বিশালতার লোহার বাঙ্কারের খোঁজ পায়। যদিও এই বাঙ্কার থেকে কয়েক কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। তবে বিএসএফ সূত্রে খবর আদৌ শুধু নিষিদ্ধ কাপ সিরাপই রাখা হতো নাকি এই বাঙ্কারের মাধ্যমে চোরা চালান করা হতো তারও তদন্ত করা হচ্ছে তার কারণ কিছু দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত সেখান দিয়ে আরো কি কি অপরাধমূলক কাজ করা হতো তাও খতিয়ে দেখা হচ্ছে।

পরে আরও একটি বাঙ্কার পাওয়া যায়। প্রচুর পরিমাণে মেলে ফেনসিডিল। অনেকের ধারণা সীমান্তে কড়াকড়ি থাকার জন্য হয়তো এগুলো বাংলাদেশ পাঠাতে পারিনি যা লুকিয়ে রাখা হয়েছিল।

Leave a Reply