অন্নপ্রাশনের সামাজিক অনুষ্ঠান বাতিল করে ১৫০ দুঃস্থ পরিবারকে সাহায্য

Social

ধীমান ভট্টাচার্য্য, কালীনারায়ণপুর: ছেলের অন্নপ্রাশন জাঁকজমক করে আত্মীয় সজন বন্ধু বান্ধবদের না খাইয়ে, সেই অর্থে এলাকার দরিদ্র মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করলেন রানাঘাট আঞ্চলিক ক্রীড়া সংস্থার ফুটবল রেফারি রামপ্রসাদ চক্রবর্তী। গতকাল রামপ্রসাদ চক্রবর্তী ও স্বরবানী চক্রবর্তীর দ্বিতীয় সন্তান রায়ান এর অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিলো। সামাজিক ভাবে বড় করে অনুষ্ঠানের বদলে কালীনারায়ণপুরের ১৫০ দুঃস্থ পরিবারকে এই করোনা মহামারীর সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ প্রাপক এলাকার এক ব্যক্তি বলেন, “ছেলের অন্নপ্রাশনে মানুষকে সাহায্য করে উপকার করা মহত কাজ। আমাদের সবার আশীর্বাদ ওনার ছেলের সাথে থাকবে।”

সাধারণ মানুষ আজ বড় বিপদে ।প্রত্যেকেরই একটা আত্মসম্মান আছে তাই ত্রাণ দানের ছবি যাতে কেউ না তোলেন তার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় ।

Leave a Reply