মলয় দে নদীয়া:- ব্যবসায় মুনাফা ভুলেই, সামাজিক দায়িত্ব পালনে ব্যস্ত কোম্পানি বা সংস্থা চোখে পড়ে খুব কমই। আজ অক্ষয় তৃতীয়ার দিন সাইকেল আগরবাতি ব্র্যান্ড কোম্পানির নদীয়া জেলার এমপ্লয়িজ ও ডিস্ট্রিবিউটরদের তরফ থেকে শান্তিপুরের বিভিন্ন বাজারে ও তাদের হয়ে রাস্তায় মাস্ক বিতরণ করে বেড়াতে দেখা গেল গণেশ ও যমরাজকে ।এছাড়াও একশো জন দুঃস্থ মানুষের দুবেলার খাওয়ার আয়োজন করেছেন ও পঞ্চাশ টা দুঃস্থ পরিবারের হাতে চাল,ডাল,আলু,সরষের তেল দেওয়া হবে।
সংস্হার নদীয়া জেলার ম্যানেজার রমাপ্রসাদ ভট্টাচার্য্য বলেন “আমাদের কোম্পানীর ডাইরেক্টর মিস্টার অর্জুন রাঙ্গা প্রধানমন্ত্রীর ফান্ডে কোম্পানীর তরফ থেকে এক কোটি আট লক্ষ টাকা দান করেছেন ও কোম্পানি নিজস্ব স্যানিটাইজার বানিয়ে দুঃস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করছে সেই অনুপ্রেরণাতেই অনুপ্রাণিত হয়ে আমাদের এই কর্মসূচি ।”
লকডাউনের জেরে বেশিরভাগ ব্যবসায়ী নিজের দোকানে ছোট করেও করেননি গনেশ পূজা, সে জায়গায় স্বয়ং গণেশ এসে মাস্ক পরিয়ে দেওয়ায় ক্ষনিকের স্বস্তি মিলেছে ব্যবসায়ীদের। অন্যদিকে যমরাজের আগমন অবাধ্য পথচারীদের ধর্মীয় অনুশাসন আরেকবার মনে করিয়ে দিলো আজকের এই সতর্কতা কর্মসূচি।