মলয় দে নদীয়া :-নদীয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার রানাঘাট টু ব্লকের হুদো নাতকুড়া গ্রাম, এই গ্রামে প্রায় আড়াইশো আদিবাসী পরিবারের বাস। গ্রামটি একটু ঘুরলেই দেখা যাবে বেশিরভাগই ঘরবাড়ি কাঁচা মাটির তৈরি। প্রত্যেক পরিবারের বেশিরভাগ সদস্যই নিজেদের জমি না থাকায় অন্যের চাষের জমিতে মাঠে দিনমজুরি খাটেন । চলছিল ভালই দিন আনা দিন খাওয়া ছাড়া আর কোন রোজগারের পথ ছিলনা তাদের, মারণ রোগ, করোনা ভাইরাস সব যেন কেমন ওলোট পালট করে দিল কেড়ে নিল রোজগার। দীর্ঘ লকডাউন এর জেরে দিশাহীন হয়ে ওঠে ওই আদিবাসী পরিবারগুলি । বিধায়কের তরফের সহযোগিতা পেলেও, তাতে আর কদিন চলে! তাই এখন দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের একমাত্র ভরসা বাড়িতে বসে সৌখিন গোলাপ ফুল তৈরির কাজ। এই কাজই এখন তাদের একমাত্র আর্থিক সম্বল।
১০০০ গোলাপ ফুল তৈরি করলে মেলে ৩৫ টাকা। তাও এ পরিস্থিতিতে কাজ করে যেতে হবে পারিশ্রমিক মিলবে দোকান বাজার স্বাভাবিক হওয়ার পর।, ঘরের গৃহবধূ থেকে শুরু করে পুরুষরাও এখন এই কাজে সামিল হয়েছে কারণ উপায় তো আর কিছুই নেই। তাদের কথায় উঠে আসছে, জীবনের প্রথম এই ভয়াবহ দিন দেখছে হচ্ছেে ।