“জয় বাংলা” এবং “প্রচেষ্টা”ফরম ফিলাপের সহযোগীতায় ছাত্র সংগঠন 

Social

নিউজ সোশ্যাল বার্তা : সাধারণ প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ । “উপার্জন করলে কিছু ত্রানসমগ্রী নিয়ে পৌঁছাতে পারতাম, কর্মহীনদের কাছে। আমরা ছাত্র ছাত্রী , লেখাপড়াকে কাজে লাগিয়েই প্রান্তিক মানুষদের সহযোগিতা করার চেষ্টা করছি।” এমনটাই জানালেন নদীয়ার ফুলিয়ার তানিয়া, মৌমিকা, সৌরভরা। প্রত্যেকেই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মকর্তা।

পড়াশোনার ফাঁকে মাঝেমধ্যে সমাজসেবার সুযোগ মেলে। লকডাউনে বাড়িতে বসেই কিছু করা প্রয়োজন, এমনই বোধ করছিলেন অনেকদিন ধরেই। হঠাৎই শান্তিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পরেশ বিশ্বাসের ডাক পেয়ে, সফল হল মনোবাঞ্ছা। বিগত তিনদিন যাবৎ সকাল দশটায় স্কুল কলেজ যাওয়ার মতন তৎপরতায় ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রে চেয়ার-টেবিলে বসে বিনা পারিশ্রমিকে সরকারি সহযোগিতা করছেন জয় বাংলা এবং প্রচেষ্টা প্রকল্পের ফরম ফিলাপ করিয়ে। দু’পা হাঁটলেই বিডিও অফিস, গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ায় কর্মীসঙ্কট আপাতত। তাই একধাপ কাজ এগিয়ে রাখার জন্য অনুমতিক্রমে প্রাথমিক কাজ সেরে ফেলছেন বেরোজগারেরা ।

Leave a Reply