নিউজ সোশ্যাল বার্তা : লকডাউন কুইজ অনেকটা এই উপায়ে মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলো পশ্চিমবঙ্গের ভ্রমর নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভ্রমরের কলকাতা শাখার উদ্যোগে কাল হাওড়া জেলার বেশ কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে ওরা দিয়ে আসলো ত্রাণ সামগ্রী তবে এক অভিনব পদ্ধতিতে।
কি সেই পদ্ধতি? প্রশ্ন থাকবে? আর সাথে উত্তর দিতে পারলেই পেয়ে যাবে খাদ্য সামগ্রী। এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। ওরা সবাই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত।তাতে কি? ওরা নিজেরা উদ্যোগ নিলো মানুষের সেবার সাথে সাথে ওরা কিছু মানুষের খাদ্যেরও যোগান দেবে। তবে একটু ভিন্ন উপায়ে।
এই প্রসঙ্গে ভ্রমরের কলকাতা শাখার ইন চার্জ শুভঙ্কর রায় বলেন –
“যাতে ওনারা না ভাবে আমরা দান করছি বা ওনারা দান নিচ্ছে তাই আমরা কুইজের মধ্যে দিয়ে ওনাদের হাতে ওনাদের দৈনন্দিন জিনিস তুলে দিয়েছি। অনেকে তো হেসে গড়াগড়ি খেয়েছে জানেন। এটাই আমাদের পাওনা।”