ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বগুলা শাখার উদ্যোগে রক্তদান শিবির

Social

মলয় দে নদীয়া :-সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তাল্পতা দূর করতে আজ নদীয়া জেলার বগুলার রেডক্রস সোসাইটির সদস্যরা মহৎ উদ্যোগ গ্রহন করলো ।

বর্তমান করোনা আবহে ব্লাড ব্যাংকের রক্তের সংকট দূর করে মূহূর্ষ রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এসেছে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা শাখা । বর্তমান করোনা অতিমারি আবহে ব্লাড ব্যাংক গুলি প্রায় রক্তশূন্য এমতবস্থায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ,বগুলা ইউনিট এর উদ্যোগে বগুলা হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো এক মহতী রক্ত দান শিবির । উক্ত অনুষ্ঠানে সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা: অতীনন্দ্রনাথ মন্ডল মহাশয় এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ ।

উপস্থিত ছিলেন এলাকার মাননীয় বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয়, নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অপরেশ বন্দোপাধ্যায় ও জেলা হাসপাতালে র সুপার শচীন্দ্রনাথ সরকার , হাঁসখালি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী উৎপল পাৎসা সহ এলাকার অন্যান্য বিশেষ সম্মানীয় ব্যক্তিবর্গ।

করোনা আবহের মধ্যেও রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় বিধায়ক সমীর কুমার পোদ্দার ।

উক্ত রক্তদান শিবিরে ১৪৩ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন । এই অনুষ্ঠান সামাজিক দূরত্ব ও সরকারি বিধি নিষেধ মেনে সম্পন্ন করা হয় ।

Leave a Reply