নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে সাইকেলে করে ঘুরছেন পিতা

Social

মলয় দে নদিয়াঃ- লক ডাউনে সারা দেশ যখন চরম সংকটে গৃহবন্দী মানুষ।ঠিক সেই সময় নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর ঘোষপাড়ার বাসিন্দা বানেশ্বর ঘোষ এর কন্যা স্নেহা ঘোষ (১৫) নিখোজ হয়ে গেলেন। স্নেহা নদিয়ার ফুলিয়া বালিকা বিদ্যালয় থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।সুত্রের খবর গত পহেলা বৈশাখ সকালে পাশের একটি মন্দিরে যাবার নাম করে ওই কিশোরী বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর স্নেহার বাবা বানেশ্ব্রর ঘোষ চাষের জমি থেকে কাজ করে বাড়ি ফিরে মেয়ের খোজ জানতেই সে শোনে তার মেয়ে সকালে বেড়িয়েছে এখনও সে আসেনি।এরপর ওই ঘোষ পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করার পর তাকে আর খুজে পান নি তারা।

এবিষয়ে শান্তিপুর থানায় একটি নিখোজ সংক্রান্ত লিখিত অভিযোগ করা হয়।তদন্তে নেমে পুলিশ একজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে পাঠায়।এদিকে মেয়ের খোজে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে ওই পরিবারের সকলকে।বানেশ্বর বাবু পুলিশে জানিয়েও তার মেয়ের সন্ধান না মেলায়, এবার তিনি মেয়ের খোজে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছেন নদিয়ার বিভিন্ন প্রান্তে। সকাল থেকে খাওয়া দাওয়া না করে মেয়ের ফট, ও ডায়েরীর কাগজ নিয়ে বেড়িয়ে পড়েছেন।

কোন দিন সারাদিন মেয়েকে খোজার জন্য তাহেরপুর আবার কখোনো বাদকুল্লা আবার কখোনো হবিবপুর এবং রানাঘাটের ওলিতে গলিতে। তার আবেদন কেউ তার মেয়ের সন্ধান পেলে জানাবেন।মেয়ের জন্য তিনি লক ডাউনের বাধা না মেনেই এভাবেই সাইকেলে করে পাগলের মত খোজ করে চলেছেন।তিনি জানেন লক ডাউনের মধ্যে তার ঘরে থাকা উচিত তবুও মন মানে নি মেয়ের জন্য। কবে তার মেয়ের সন্ধান মিলবে সেই অপেক্ষায় তাকিয়ে আছেন ওই পরিবার।

তবে প্রনয়ঘটিত কারন নাকি অন্যকিছু লুকিয়ে আছে তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply