ওজন যন্ত্র সাথে নিয়েই বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত বিধায়ক

Social

মলয় দে নদীয়া:- সমস্ত আইসিডিএস ,প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের প্রাপ্য খাদ্য সামগ্রী বন্টন। দ্বিতীয় কিস্তিতে আইসিডিএস ছাত্র-ছাত্রীদের দু কেজি চাল ২ কেজি আলু এবং ৩০০ গ্রাম ডাল, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ৩ কেজি চাল, ৩ কেজি আলু বরাদ্দ হয়েছে সরকারি তরফ থেকে। কিন্তু গতকাল বেশ কয়েকটি অভিযোগের মধ্যে পূর্ব পরেশনাথ পুর, ফুলিয়া বয়রা এবং শান্তিপুর মেলার মাঠ অঞ্চলে অভিযোগের মাত্রা তীব্র ছিল। সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসায় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আজ বিভিন্ন মাধ্যমিক , উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে সকাল থেকেই বেরিয়ে পড়েন স্বয়ং। অভিভাবকদের সঙ্গে কথা বলেন, মেপে রাখা খাদ্য সামগ্রী পুনরায় তার নিয়ে যাওয়া ওজন যন্ত্র মেপে দেখেন। বেশ কয়েকটি স্কুলে ওজন কম থাকলে, কর্তৃপক্ষকে বলে পুনরায় সঠিক পরিমাণে প্যাকেট করান । অভিভাবকদের মুখ থেকে উঠে আসলো দু-একটি রেশন দোকানের অনিয়মও। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান “সরকারি সহযোগিতা সঠিকভাবে পৌঁছাবে জনসাধারণের হাতে। কোন অনিয়ম বরদাশ্ত করবো না। ছোটখাটো দূ একটি ত্রুটি বিচ্যুতি চোখে ধরা পড়েছে, তাদের শুধরানোর সুযোগ দিয়েছি। আগামীতে কঠোর হাতে ব্যবস্থা নেব। আজকের মত আগামী দু-এক দিন কাউকে না জানিয়ে হঠাৎ পৌঁছাবো । জনগণের সাথে সরাসরি যোগাযোগ আমার, খবর পেতে কোন অসুবিধা হবে না।”

Leave a Reply