মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য যুব তৃণমূল নেতার

Social

দেবু সিংহ ,মালদা : উত্তরপ্রদেশে বাস দূর্ঘটনায় মৃত্যু হয়েছে চাঁচল মহকুমার দুই পরিযায়ী শ্রমিক সহ চালকের।

আহত হয়েছে বেশ কয়েকজনও। মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম মহবুল আলি(২৮) ও জাহির আলি(৩০)। মৃত বাস চালকের নাম জানা যায়নি।

মৃত মহবুল আলী বাড়িতে এদিন তার পরিবারের সঙ্গে দেখা করেন জেলা যুব তৃনমূলের সভাপতি বুলবুল খান। এদিন মৃত শ্রমিকের পরিবার এর পাশে দাঁড়াবার আশ্বাস সহ কুড়ি হাজার টাকা নগদ ও অন্যান্য সামগ্রী তুলে দেন পরিবারটির হাতে।

এ প্রসঙ্গে তিনি জানান একমাত্র উপার্জনকারী সদস্য কে হারিয়ে পরিবারের লোকজনের চরম বিপদে পড়েছে। আমরা আমাদের তরফ থেকে যতখানি পারব এই পরিবারটিকে আগামীতে সাহায্য করবো। আজ এর মধ্যে কিছু সাহায্য তুলে দিলাম। আগামীতেও মেয়েদের পড়াশোনার পারো আমরা দল থেকে বহন করব।
প্রসঙ্গতমৃত মহবুল আলির মালদার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর জিপির বেজপুরা গ্রাম এবং মৃত জাহির আলি চাঁচল-১ ব্লকের মতিহারপুর জিপির ডোমাপীর এলাকার বাসিন্দা।
শুক্রবার বিকেল চারটা নাগাদ

উত্তরপ্রদেশের ফাইজাদাবাদ এলাকার এপি জাতীয় সড়কে ঘটনায় ব‍্যাপক আতঙ্ক ছড়ায় বাসে আসা শ্রমিকদের। দূর্ঘটনা স্থলে বাস চালক মারা যায় বলে খবর। স্থানীয় লোকজন ও অন্যান্য পরিযায়ী শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় দুই পরিযায়ী শ্রমিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করেন বলে এমনটাই জানা গেছে ফেরত শ্রমিকদের মুখে। ঈদের আবহে তাদের অকাল মৃত্যুতে চাঁচল মহকুমা‌ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সঙ্গে আসা পরিযায়ী শ্রমিক মহম্মদ সাকিল ও ইরফান আলিরা জানান চাঁচল মহকুমার প্রায় ৩১ জন পরিযায়ী শ্রমিক একটি বাসে করে দিল্লি থেকে উত্তরপ্রদেশের ফাইজাদাবাদ হয়ে মালদার চাঁচল মহকুমায় আসার পথে ফাইজাদাবাদ এলাকায় এপি জাতীয় সড়কে বাসের টায়ার পাংচার হয়ে যায় বলে জানান। তারই মাঝে পাংচার সারাতে গিয়ে কোনো ক্রমে ঘটনাটি ঘটেছে।

Leave a Reply