বাড়ি ফিরে আর চিকিৎসা করা হলো না! ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু ট্রেনের মধ্যেই

Social

মলয় দে নদীয়া :- অত্যন্ত অভাবের কারণে, অনেকেই ভিন রাজ্যে থাকেন পরিবারের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেওয়ার জন্য।

নদীয়ার শান্তিপুর হরিপুর সরদারপাড়া এলাকার , রাজা সরদার করনা পরিস্থিতির পরে, বেশ কয়েকবার কাজে যান ব্যাঙ্গালোরে। সম্প্রতি তিনি যশবন্তপুর স্টেশনে রেলের ঠিকা কর্মী। সম্প্রতি কয়েকদিন আগে ভয়ানক জ্বরে আক্রান্ত হন, পরিবার পরিজন বলতে শান্তিপুরের বাড়িতে মা বাবা ভাই ভাইয়ের বউ। আর কর্মক্ষেত্রে শান্তিপুর থেকে যাওয়া বন্ধু বাপন সর্দার ।

তিনি বলেন, গত ১৬ ই আগস্ট সেখানকার চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পর, ডেঙ্গু হয়েছে বলে জানানো হয়, কিন্তু চিকিৎসায় কোনরকম উন্নতি না হওয়ায় ১৮ই আগস্ট তাকে তৎকালের টিকিট কেটে গতকাল, যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসে রওনা দিই বাড়ি ফেরার উদ্দেশ্যে। পথে বিশাখাপত্তনম স্টেশনে ট্রেন থামার আগেই, ট্রেনের মধ্যে  শুয়ে থাকা রাজা সর্দারের মৃত্যু হয়। এরপর জিআরপি এবং আরপিএফ এর তৎপরতায় , ময়নাতদন্ত করিয়ে রিপোর্ট দেওয়া হয় । ইতিমধ্যে সেই দিনই শান্তিপুরে তার বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের সদস্য এবং প্রতিবেশী কয়েকজন মৃতদেহ নিয়ে এসে গতকাল শেষকৃত্য সম্পন্ন করে শান্তিপুর মহাশ্মশানে। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply