নিউজ সোশ্যাল বার্তা: সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । প্রান্তিক মানুষেরা আজ বড় অসহায় নদীয়া জেলার দোগাছী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর যাত্রাপুরের অধিকাংশ মানুষ দিন আনা দিন খাওয়া । তবে সেই সব পরিবারের মধ্যে এমন কিছু পরিবার আছে যাদের অবস্থা খুবই খারাপ আজি তাদের সাহায্য লাগবে । গ্রামের একজন রং এর মিস্ত্রি জানায় নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শের সদস্যদের ।
আজ বিকেলে ১৬টি প্রান্তিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহ সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিল স্পর্শ ।স্পর্শের এই সহযোগিতার জন্য এলাকার মানুষেরা খুব খুশি ।
এ প্রসঙ্গে সংস্থার সম্পাদক মলয় দাস জানান “লক ডাউনের এর শুরু থেকে স্পর্শ ধাপে ধাপে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে অসহায় মানুষের কাছে।স্পর্শের সদস্যরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কঠিন পরিস্থিতিতে অসহায় পরিবার গুলির অন্নের যোগান দিতে । পৌঁছে দেওয়া হচ্ছে ন্যূনতম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী” ।আপনিও সামিল হতে পারেন এই কর্মযজ্ঞে ।
অসহায় পরিবারগুলোর কাছে স্পর্শ কে পৌঁছে যেতে ফোন করুন – 8906420655 এই নাম্বারে । আগামী দিনে স্পর্শ পৌঁছে যাবে এই ভাবেই মানুষের পাশে ।