দেবু সিংহ,মালদা: ভাতা নয় চাকরি চাই, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রী থেকে সমস্ত সরকারি দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ করতে হবে সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি।
এদিন আইটিআই মোড় থেকে এই মিছিল বের হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হয় এই সংগঠনের যুবক-যুবতীরা। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জেলাশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়।