প্রাণহীন রানাঘাট স্টেশনে, পৌঁছালো আইসোলেশন কোচ

Social

মলয় দে নদীয়া:- জেলার অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশনের মধ্যে রানাঘাট অন্যতম। যেখানে প্রায় প্রতি ১০ মিনিট অন্তর একটি করে ট্রেন জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছায় লক্ষ লক্ষ যাত্রী সারাদিনে পরিলক্ষিত হতো স্টেশনে। লকডাউনের জেরে জনমানবহীন রেলওয়ে স্টেশন। কর্তব্যরত আরপিএফ নজরদারি রয়েছে তীক্ষ্ণ। এই সংকটময় মুহূর্তে বসে নেই পূর্ব রেলওয়ে। বিশেষ আইসোলেশন কোচ সহ যুক্ত ট্রেন রানাঘাট পৌঁছায় গতকাল ভোরে ।

শিয়ালদা থেকে তিন সময়ে তিনটি ট্রেন রানাঘাট পর্যন্ত পৌঁছাচ্ছে রেলওয়ে কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের যাতায়াতের জন্য। আগামী ৩রা মে পর্যন্ত যাত্রী পরিবহনের কোন সম্ভাবনা নেই। জেলার যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য পূর্ব রেলওয়ে আইসোলেশন কোচ এর ব্যবস্থা স্বস্তির বার্তা এনেছে জেলাজুড়ে। এই বিশেষ ট্রেনের ব্যবস্থা প্রণালী সম্পর্কে দিনভোর ব্যস্ত আরপিএফ এবং স্বাস্থ্যকর্মীরা।

Leave a Reply