মলয় দে নদীয়া:- বাংলায় জগদ্ধাত্রী পুজোর সূচনা নদিয়া থেকেই। শান্তিপুরের হরিপুরে ব্রহ্মশাসনের জগদ্ধাত্রী পূজার সূচনা লগ্নের অনেক ইতিহাস আছে। সমগ্র অঞ্চল সহ শান্তিপুরের বেশ কিছু সাবেকি পরিবারসহ বারোয়ারি আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। তবে বারোয়ারি প্রতিমার রূপ জগদ্ধাত্রী থেকে গণেশ কালী দুর্গা সন্তোষী মা অন্নপূর্ণা সত্যনারায়ণ শিব নানাবিধ হলেও সাবেকি বাড়িগুলিতে আজও জগদ্ধাত্রী পুজো হয়।
শান্তিপুরের বিভিন্ন উৎসবের মধ্যে জগদ্ধাত্রীও একটি গুরুত্বপূর্ণ। এবার মঙ্গলবার থেকে জগদ্ধাত্রী পুজোর সূচনা হলেও দেব দেবীর বিশেষ দিন উপলক্ষে পুজোর সূচনা হয় নানান দিনে। শনি মঙ্গলবারে কালীপুজো, আজ শুক্রবার সন্তোষী মাতা পুজো। তাই চৌরঙ্গী মোড়, চুনরি পাড়া মুন্সিপাড়া, সহ বেশ কিছু এলাকায় সন্তোষী পূজার মধ্যে দিয়ে আজকেই জগদ্ধাত্রীর সূচনা হয়।
জয় সন্তোষী মাতা ক্লাবের জগদ্ধাত্রী এবার ৫৩ বছরে। শুভ সূচনা উপলক্ষে আনুমানিক ২০০০ লোকের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় প্রত্যেকের জন্য। উদ্যোক্তারা জানান তারা প্রশাসনিক নিয়ম নীতি মেনেই এবারও শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তাদের চমকপ্রদক শোভাযাত্রা নিয়ে। তবে মধ্যাহ্ন ভোজের এই ব্যবস্থা বহুদিনের। সূত্রাগড় অঞ্চলের এই এলাকায় আজ ধনী দরিদ্র সকলেই একসাথে বসে আহার করে থাকেন। বৃহৎ এই পরিবারে যুক্ত হতে এসে পুজো মণ্ডপ উৎসবের চেহারা নেয়। গতকাল সন্ধ্যা থেকে নজন রাধুনী এবং সহযোগী তরকারির আনাজ কাটা শুরু করে আজ সকালে এলাকার আরো বেশকিছু পুজো উদ্যোক্তা পরিবেশন এবং অন্যান্য কাজে হাত লাগায়। দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত একভাবে এই প্রসাদ বিতরণের ব্যবস্থা চালু থাকে।