করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন উন্মুক্ত”র

Social

নিউজ সোশ্যাল বার্তা: করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্ব আজ  তোলপাড় । এই সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষা করতে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে চলেছে । সারাদেশ জুড়ে চলছে লক ডাউন । একমাত্র জরুরী পরিষেবা এবং প্রয়োজন ছাড়া সরকার সাধারণ নাগরিকদের বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশিকা জারি করেছেন । কিন্তু কিছু কিছু জায়গায় এখনো সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব মেনে চলার পথে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে চলেছেন । কিন্তু নাগরিক সমাজ অনেকেই এখনও নির্বিকার ।

সাধারণ মানুষ যাতে রাস্তায় বের না হন ও প্রয়োজনে সামাজিক দূরত্ব মেনে চলেন তার জন্য নদীয়ার বাদকুল্লার স্বেচ্ছাসেবী সংগঠন” উন্মুক্ত” বাদকুল্লা বাসীকে করোনা সম্পর্কে সচেতন করতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছে।

গতকাল সংগঠনের সদস্যরা হাঁসখালি ব্লকের বাদকুল্লার বিভিন্ন মোড়ে মোড়ে ছবি এঁকে এবং লেখার মাধ্যমে মানুষকে সচেতন করার পদ্ধতি অবলম্বন করেছে। ফলে ধানহাটা সহ একাধিক জায়গা যেখানে বেশি লোকের সমাগম হয়, এগুলি দেখার পরে লোকের সংখ্যা অনেক কমবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা ।

Leave a Reply