নদীয়ার নবদ্বীপে ভাগিরথীর তীরে নিখোঁজ বৃদ্ধের খোঁজে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা

Social

মলয় দে, নদীয়া :- নিখোঁজ বৃদ্ধের খোঁজে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করল নবদ্বীপ থানার পুলিশ।

আনুমানিক ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের খোঁজে তল্লাশি চালাতে ভাগীরথী নদীতে নামানো হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে।

জানা যায়, নবদ্বীপ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষচন্দ্র রোড এলাকার বাসিন্দা আনুমানিক ৮৫ বছর বয়সী কানাইলাল দাস নামের এক ব্যক্তি সোমবার দুপুরে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘক্ষন কেটে গেলেও তিনি বাড়িতে না ফেরায় শহরের বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাঁর কোন হদিশ না পেয়ে স্থানীয় নবদ্বীপ থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করেন ওই বৃদ্ধের পরিবার। পরে সূত্র মারফত জানতে পেরে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দণ্ডপানি তলা ভাগীরথী নদীর ঘাটের এক পাশ থেকে নিখোঁজ কানাইলাল বাবুর জুতো ও লাঠি উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুর থেকে ওই বৃদ্ধকে দীর্ঘক্ষণ নদীর ঘাটে বসে থাকার পর জলে নামতে দেখেন স্থানীয় বাসিন্দারা বলে জানা যায় স্থানীয় সূত্রে।অজ্ঞাত কোন কারণে তিনি জলে নেমে তলিয়ে যেতে পারেন বলে প্রাথমিক ধারণা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। যার ফলে মঙ্গলবার দুপুরে নিখোঁজ কানাই লাল দাশের খোঁজে দণ্ডপানি তলা ঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথী নদীতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্য সহ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। তবে দুপুর পর্যন্ত নিখোঁজ কানাইলাল দাস এর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Leave a Reply