দশহারা ! নবদ্বীপের গঙ্গার ঘাটে ঘাটে চলছে গঙ্গা পুজো চলছে

Social

মলয় দে, নদীয়া:- আজ গঙ্গা পুজো। গঙ্গা পূজার আরেক নাম দশহারা। দশহারা মূলত হিন্দুদের একটি বড় উৎসব। বিভিন্ন পার্বনের মধ্যে এই উৎসব রীতিমতো তাৎপর্যবাহী। প্রতি বছরই এই সময় প্রবল বৃষ্টি দেখা যায়। শাস্ত্রমতে শোনা যায়, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সাপের বংশবৃদ্ধি। তবে এ বছর করোনা আবহে কড়া বিধি-নিষেধ চলার কারনে সব ধর্মীয় অনুষ্ঠানের মত করোনার প্রভাব এবার গঙ্গা পুজোয়।

আজ দশহারা অর্থাৎ গঙ্গা পুজো। প্রতি বছর এই দিনটিতে নবদ্বীপের গঙ্গার ঘাট গুলিতে পুজো দিতে মানুষের ঢল নামে। কিন্তু এ বছর কড়া বিধি-নিষেধ চলার কারণে এবার ভিড় নেই বললেই চলে নবদ্বীপের গঙ্গারঘাটগুলিতে। নবদ্বীপের রানীর ঘাট, বড়াল ঘাট, মনিপুর ঘাটে সকাল থেকেই চলছে গঙ্গা পুজো। নিয়ম মেনে কেউ ঘট, কেউ কাঠামো, কেউ বা প্রতিমা নিয়ে এসে কোনও রকম ভাবে পুজো করছেন। তবুও এদিন দেখা গেল দূরদূরান্ত থেকে হাতে গোনা কিছু নৌকো নিয়ে পুজো দিতে এসেছেন বেশ কিছু ব্যবসায়ী থেকে শুরু করে, চাকরিজীবীরা৷ প্রতিবছরই এই দিনে নবদ্বীপের গঙ্গার ঘাটে দূর দূরান্ত থেকে বেশ কিছু মানুষ পুজো দিতে আসেন। শুধু স্থানীয় বাসিন্দারাই নন,পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের দক্ষিণ শ্রীরামপুর, পূর্বস্থলী এলাকা থেকে নৌকো করে অনেকেই গঙ্গাপুজো দিতে আসেন। নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে ভিড় উপচে পড়ে। এবারে করোনা ভাইরাসের প্রকোপে কড়া বিধি-নিষেধ চলার কারণে সব ধর্মীয় অনুষ্ঠানের মত ভাটা পড়েছে গঙ্গা পুজোয়। গঙ্গার ঘাটগুলিতে ভিড় নেই বললেই চলে। তবে নবদ্বীপের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে গঙ্গার ঘাটগুলোতে। নবদ্বীপ থানার পক্ষ থেকে রানীর ঘাট সহ বিভিন্ন খালগুলোতে মোতায়েন করা রয়েছে সিভিক ভলেন্টিয়ার।

Leave a Reply