নেতাজীর জন্মদিন পালনে অভিনব শ্রদ্ধা ছোটোদের,

Social

নিউজ সোশ্যাল বার্তা : গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ আর দেশ থেকে পৃথিবী এক মরণ ব্যাধিতে আক্রান্ত। পরিবেশ মানবজাতিরদ্বারা আজ লুণ্ঠিত ও দূষিত।

যথেচ্ছ ভাবে গাছ কাটা, জল অপচয়, নদীদূষণ, প্লাষ্টিক ব্যাবহার, আমরা আমাদের পরিবেশকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। পরিবেশ কে আগামীদিনে সুস্থ রাখতেই সাঁই ভাবনা আর্ট এন্ড ক্র্যাফটের ছোট ছাত্র- ছাত্রীরা তাদের শিল্পীমননে নেতাজীর জন্মদিন ১২৩ তম জন্মদিন পালন করলো পরিবেশবান্ধব কৃষ্টির মধ্যে দিয়ে।

গাছ, পাখি, মাছ, জল, ফুল নৌকা অঙ্কন করে নেতাজীকে এক নতুন রুপ দিলো তাদের ভাবনায়।সমাজের কাছে তারা বার্তা দিলো সবুজ থাক পৃথিবী, আমাদের পরিবেশ আমাদের নেতাজী।

গোবরাপোতা আঁকার স্কুলের মোট ১০ ক্ষুদে এই রকম জন্মদিনপালনে সকলকে পরিবেশে বাঁচানোর ডাক দিলো। সকলে তাদের এই রকম অভিনব উদ্যোগে খুব উৎসাহিত।

Leave a Reply