গতকাল ছিল ৫ই অক্টোবর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার মহাসপ্তমী।ধুবুলিয়া থানার অন্তর্গত তাতলা নতুন পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব নদীয়া ধুবুলিয়া শাখার উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস ও বি পি চেক আপের ব্যবস্থা করা হয়।সর্বমোট ১০৩ জন এই পরিষেবা গ্রহণ করেছেন।
আর্ত ও অসহায় মানুষের পাশে থাকার শপথ গ্রহণ করেই ক্লাব অফ ইন্টারন্যাশনাল তৈরী হয় এবং অদ্যাবধি পৃথিবীর সব দেশেই ক্লাবের পরিষেবা দিয়ে চলেছে। এখানকার ক্লাবের পরিষেবার কাজ শুরু হয়েছে পাঁচ বছর আগে।Eye Vission Centre, Homeopathy & Alopathy Clinic চলছে। বছরে ফুড ফর হাংগার/প্রতি মাসে অন্নপূর্ণা রসুই একশত মানুষের কাছে পাঁচ টাকার বিনিময়ে খাবার পরিবেশন,রক্তদান ও গ্রুপ নির্ণয় সহ বছরে উৎসবের মুহুর্তে দু:স্হ মানুষের কাছে নতুন বস্ত্র সহ ব্যাবহার যোগ্য সামগ্রী-মশারি,বিছানার চাদর,গামছা,বালতি, হাতা-খুন্তি ও মুদি সামগ্রী তুলে দেওয়া এবং তাদের আহারের ব্যবস্থা করছে। কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সম্বর্ধনার আয়োজন করছে ক্লাবটি ।
সামর্থ অনুযায়ী বিভিন্ন এলাকায় শাড়ি,মশারি ও কম্বল বিতরণ ।পরিবেশ সংক্রান্ত বিষয়ে সচেতনতা শিবিরের-বৃক্ষ,জল,প্লাস্টিক , বিদ্যুত ও ট্রাফিক আয়োজন করছে।স্থানীয় বিদ্যালয়গুলিতে ডাস্টবিন বিতরণ সহ বহু পরিষেবামুলক কাজে যুক্ত থেকে লায়ন্স গন আপ্লুত।সাহিত্যকর্মের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী চৈতন্য দাশ মহাশয় কে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি লায়ন রমেন্দ্রনারায়ণ বিশ্বাস, Zome Chairperson Zone-X MJF লায়ন রবীন্দ্রনাথ পাল, IPP MJF লায়ন প্রদীপ বিশ্বাস, লায়ন সান্ত্বনা ঘোষ, লায়ন কল্পনা সাহা, লায়ন স্বপ্না পাল সহ অন্যান্য সদস্য-সদস্যা বৃন্দ ।