দেবু সিংহ,মালদা: নির্বাচনে আসা পুলিশ কর্মীদের থাকার কোনও ব্যবস্থা করা হয়নি। জেলার পুলিশ কর্তারা কেউ দেখাও করে এই ব্যাপারে আশ্বস্ত করেননি। অভিযোগ করে এবং তার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এদিন বিকেলে দার্জিলিং থেকে ৪০০ পুলিশের একটি দল মালদায় আসে। তারা পল্লীশ্রী মাঠের কাছে বাসে বসে থাকে। দু’ঘন্টার ওপর হয়ে গেলেও জেলার কোনও পুলিশ কর্তা তাদের দেখাও করেন নি, এমনকি তাদের থাকার ব্যাপারে কেউ কোনও কথাও বলেন নি। সেখানেই তারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিক্ষোভকারী পুলিশদের দাবি, তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই অবরোধ তুলে নেওয়া হবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ পুলিশ আশ্বাস দিলে এবং তাদের থাকার ব্যবস্থা করলে তারা অবরোধ তুলে নেয়।