মলয় দে, নদীয়া:- লকডাউনে ১২ দিন ধরে আটকে থাকা চারটি জাহাজে বন্দী থাকা ৩৬ জন জাহাজ বন্দী হয়েই ছিলেন। সাংবাদিকদের কাছে ব্যক্ত করা দুঃখ-দুর্দশার কথা জানাতেই নড়েচড়ে বসল প্রশাসন। গ্রামবাসীদের ভ্রান্ত ধারণা ছিল আগতদের করণা আক্রান্ত ব্যাপারে। আজ দুপুরে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন ওসি সুমন দাসের সক্রিয় তৎপরতায় এলাকাবাসীকে আগতদের শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার সমস্ত কাগজপত্র দেখিয়ে ভ্রান্ত ধারণা কাটাতে সক্ষম হয়েছেন।
স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা মন্ডল প্রামানিকের স্বামী রেবতী প্রামানিক বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের সহযোগিতায় বিগত দিনে খোঁজখবর নিলেও আজ নিজ দায়িত্বে চার জাহাজের একজন করে প্রতিনিধি কে স্থানীয় শান্তিপুর থানার ওসির সাথে কথা বলে বাজারে প্রয়োজনীয় কিছু খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য নিজে নিয়ে যাবেন বলে জানান। স্থানীয় পৌরসভা থেকে গতকালই পানীয় জল সরবরাহ করা হয়েছিল। শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে “ইচ্ছে পরিবার” কিছু শুকনো খাবার, শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে কাঁচা সবজি তুলে দেন তাদের হাতে। এ বাদেও বিভিন্ন সংবাদকর্মীর প্রতিনিধিগণ আশ্বাস দেন যে কোন পরিস্থিতিতে পাশে থাকার জন্য।
মানবিকতা বাদ দিয়ে সাংবাদিকতা নয়। শুধু এই পরিস্থিতিতে নয় ক্যামেরার পেছনে , স্ক্রিপ্ট রাইটার এর কলমে , ডেস্কে বসে এডিট করার মাধ্যমে সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরে চেষ্টা করি নতুন সমাজ গড়ার। তাই আমরা সংবাদকর্মী হিসেবে শুধু খবরই করিনা , সাথে থাকে তাৎক্ষণিক বা স্বল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানের ব্যবস্থাও।