মলয় দে নদীয়া ;-নদীয়া জেলার চাকদহ বিধান সভার চাকদহ শহর মন্ডলের লোধা কলোনিতে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কেরোসিন বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি ভাস্কর ঘোষ, চাকদহ শহর মন্ডল যুব সভাপতি অমিত বিশ্বাস,কনভেনার আশীষ বণিক, জেলা যুব সম্পাদক কৌশিক ভৌমিক, পার্শ্ববর্তী গ্রামীণ মন্ডল সভাপতি বিপ্লব রজক সহ যুব মোর্চার কার্যকর্তা বৃন্দ। এ বিষয়ে ভাস্কর বাবু বলেন, একাধারে লকডাউন চলছে, দিনআনা দিন খাওয়া পরিবার তার পরেও ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ নেই আজ ৬ দিন,ঘরে আলো জ্বালানোর মতো কিছু নেই তাই আজ ১০০ টি পরিবারের কাছে কেরোসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করলাম।রাজ্য সরকার তেল মাথায় তেল দিতে বেস্ত, আর যুব মোর্চা গোবিবের ঘর আলো করতে তেল দিতে বেস্ত, এটাই পার্থক্য আমাদের সঙ্গে অন্যদের।