দেবু সিংহ,মালদা : মহাত্মা গান্ধীর ৭৬ তম প্রয়াণ দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা।
সোমবার দুপুর ১২:০০ টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু, গোবিন্দ চৌধুরী সহ অন্যান্য পৌর আধিকারিকরা। মাল্য দানের পর এক মিনিট নীরবতা পালন করা হয়, গান্ধী মূর্তির পাদদেশে।
পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ১৯৪৮ সালে এই দিনটিতে নাথুরাম গডসে গুলি করে খুন করেছিলেন মহাত্মা গান্ধীকে। এদিন পৌরসভার পক্ষ থেকে গান্ধীজীর ৭৬ তম প্রয়াণ দিবস পালন করা হয়।